English

25 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

শাহ আমানতে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

- Advertisements -

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস।

সোমবার দিবাগত রাত ৮টায় দুবাই থেকে আসা ইউএস বাংলার বিএস-৩৪৪ নম্বর ফ্লাইটের চার যাত্রী এবং সাড়ে ৮টায় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯৫২০ ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় এসব সিগারেট জব্দ করে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার কর্মকর্তারা।

কাস্টমসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা ইউএস বাংলার বিএস-৩৪৪ ফ্লাইটের চার যাত্রী মিজানুর রহমানের কাছ থেকে ২৩০ কার্টন, মো. রেদোয়ানের কাছ থেকে ২৭০ কার্টন, রেজাউল করিমের কাছ থেকে ২৩৯ কার্টন, সালাউদ্দিনের কাছ থেকে ২৫০ কার্টন এবং শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯৫২০ ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় ৫২৫ কার্টন বিদেশি মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। সবমিলিয়ে ১৫১৪ কার্টনে ৩ লাখ ২ হাজার ৮শ শলাকা সিগারেট রয়েছে।

ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, আমদানি নীতি আদেশ ২০২২-২৫ অনুসারে- সিগারেট নিয়ন্ত্রিত পণ্য এবং এর প্যাকেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা এবং ক্ষতি সংশ্লিষ্ট ছবি থাকার বাধ্যবাধকতা রয়েছে। সিগারেটের চালান আনার ক্ষেত্রে শর্ত প্রতিপালন করা হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5hjq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন