চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শানজিয়াওশু কয়লাখনিতে আগুন লেগে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খনিটি রাজধানী বেইজিং থেকে প্রায় তিন হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
পানঝো সিটি সরকার তার ওয়েবসাইটে পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে বলেছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লাখনি ধসে কয়েক ডজন মানুষ ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।
কর্তৃপক্ষ কয়েক মাস ধরে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করেনি। শুধু জুনে ৫৩ জন নিহত হয়েছে বলে প্রকাশ করেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5m0u