নাসিম রুমি: অভিনেত্রী ইধিকা পাল দিন দিন নির্মাতাদের প্রথম পছন্দের নায়িকা হয়ে উঠছেন। যার সুবাদে টালিউড সুপারস্টার দেবের বিপরীতে একের পর এক কাজ করার সুযোগ পাচ্ছেন এই অভিনেত্রী। এবার দেব-ইধিকাকে দেখা যাবে আলোচিত সিনেমা ‘প্রজাপতি’-এর ২য় কিস্তিতে।
ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে জোরকদমে শেষ করেছেন দেবের ‘প্রজাপতি ২’ সিনেমার শুটিং। তবে এই সিনেমার জন্য ইধিকাকে লন্ডনে যেতে হয়নি।
‘খাদান’, ‘রঘু ডাকাত’ এরপর ‘প্রজাপতি ২’-এ অভিনয় সূত্রে তৃতীয়বারের জন্য বড় পর্দায় দেবের সঙ্গে রোম্যান্সে মশগুল হতে চলেছেন ইধিকা। এবার তার চরিত্রে রয়েছে ছবির আসল টুইস্ট! প্রেমের আবহে মোড়া এই চরিত্রে ইধিকা কোন চমক আনবেন, তা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।
‘প্রজাপতি ২’ সিনেমায় আরও এক উল্লেখযোগ্য চমক ‘মিঠাই’-খ্যাত অনুমেঘা কাহালি। ছোট পর্দার দর্শকের কাছে পরিচিত এই মুখ এবার সিনেমায় কীভাবে বাজিমাত করেন সেটাই দেখার।
একদিকে দেব, অন্যদিকে প্রজাপতি সিরিজের প্রাপ্ত জনপ্রিয়তা সব মিলিয়ে এই সিনেমাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইধিকা আর অনুমেঘার উপস্থিতি এই উন্মাদনাকে যে আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।
ইধিকা সদ্য শেষ করেছেন সোহম চক্রবর্তীর সঙ্গে ‘বহুরূপ’ সিনেমার শুটিং। পাশাপাশি মুক্তির অপেক্ষায় দেবের বিপরীতে ‘রঘু ডাকাত’-এর মতো বড় বাজেটের সিনেমা।