নাসিম রুমি: বলিউডের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে এখন শুরু হয়েছে নানা জল্পনা। কয়েকদিন আগে এক শপিং মলে দেখা যায় ছবির এই নায়ক-নায়িকার। তাদেরকে আলাদা করে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়া এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, আহান অনীতের হাত ধরতে গেলে লজ্জায় তা থেকে বিরত থাকেন নায়িকা। এরপর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন ভক্তরা।
এরই মধ্যে ঘটল আরও এক ঘটনা। গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে জমকালো আয়োজনে পালিত হল ‘সাইয়ারা’ ছবির সাফল্য উৎসব। রঙিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন তারকারা, তবে সবার নজর কাড়েন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পার্টিতে আহান অনীতের কপালে চুমু খাচ্ছেন। মুহূর্তটি দেখে ভক্তরা উচ্ছ্বাস সামলাতে পারেননি।
এছাড়াও ভিডিওতে দুজনকে বেশ খুনসুটি ও আনন্দে মেতে থাকতে দেখা যায়। ভক্তরা মন্তব্যঘরে লিখেছেন, ‘দুজনেই ভীষণ কিউট।’ কেউ কেউ আবার বলছেন, ‘এটা কি শুধু বন্ধুত্বের চুমু, নাকি এর বেশি কিছু।’
মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়েছে। ভারতে ছবিটির আয় ইতোমধ্যেই ৩০০ কোটির গণ্ডি পেরিয়েছে, আর বিশ্বব্যাপী আয় ৫০০ কোটিরও বেশি। আহান ও অনীত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আলম খান, সিদ মাক্কার, শান গ্রোভার, রাজেশ কুমার ও বরুণ বদোলা।