এ সময় টম ও অ্যানার সঙ্গে ছিল অভিনেত্রীর দুই পোষ্য এলভিস ও সাশা। এ বছরের ফেব্রুয়ারিতে লন্ডনেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের গুঞ্জন। দুজনকে একসঙ্গে হাঁটতে দেখে রচিত হয় মুখরোচক গল্প। যদিও সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই দাবি করেছিলেন তাঁরা। কিন্তু ক্রমেই তা ঘনিষ্ঠতার দিকেই ইঙ্গিত করছে। টম-অ্যানা দুজনেরই দাবি, কাজের সূত্রে তাঁরা এক হয়েছেন। ডগ লিমানের সুপারন্যাচারাল ছবি ‘ডিপার’-এ অভিনয় করবেন তাঁরা। সেই সূত্রেই বারবার দেখা হচ্ছে আর তা নিয়ে হচ্ছে হৈচৈ। জুনে অ্যানার ছবি ‘ব্যালেরিনা’র প্রশংসা করেছিলেন টম।
তখন অ্যানা বলেছিলেন, ‘তাঁর মতো একজন মানুষ যখন আমার ছবিকে উৎসাহ দেয়, এটা ভীষণ আনন্দের এবং গর্বের।’ প্রসঙ্গত, অতীতে তিনবার ঘর বেঁধেছিলেন টম। অভিনেত্রী মিমি রজারস, নিকোল কিডম্যান ও কেটি হোমস, কারো সঙ্গেই দাম্পত্যটা স্থায়ী হয়নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5uhy