English

29.1 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

দীর্ঘদিন পর জাহিদ হাসান

- Advertisements -

নাসিম রুমি: একটা সময় দেশের ঈদ উৎসবে নানা রকম নাটক নিয়ে হাজির হতেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এসব নাটকে নানা রূপে দেখা মিলতো তার। এমনকি অভিনয়ের পাশাপাশি নিজেও নির্মাণ করতেন ঈদ নাটক। কিন্তু গত কয়েক বছরে কাজ কমিয়ে দিয়েছেন তিনি।

ঈদ এলে এখন আর আগের মতো দেখা যায় না তাকে। সর্বোচ্চ দুই-একটি নাটকে কাজ করেন তিনি। তবে এবারের ঈদে তিনি হাজির হয়েছেন দুটি ৭ পর্বের ধারাবাহিক নাটক নিয়ে। এরমধ্যে একটি হলো হানিফ খান পরিচালিত নাটক ‘ক্ষমা করে দিও’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। জাহিদ হাসান বলেন, দুটি সাত পর্বের কাজ করেছি।

বৈশাখীতে চলছে ‘ক্ষমা করে দিও’। বেশ সুন্দর একটি গল্পে কাজটি হয়েছে। নাটকে অভিনয় কমিয়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, কাজ করছি খুব কম। তবে করছি। একেবারেই যদি না করতাম তাহলে তো ঈদে কাজ আসতো না। তবে আমি কাজ কমিয়ে দিয়েছি ব্যাপারটা এমন না। নাটকের বর্তমান অবস্থা যা তাতে কাজ করাটা খুবই কষ্টকর। নাটকের এখন গল্প নেই। যা হচ্ছে তাতে আসলে আমাদের মতো অভিনেতা প্রয়োজন হয় না।

কাজের যা প্রস্তাব আসছে তাতে অভিনয় করতে ইচ্ছা হয় না। তাই কাজ কম হচ্ছে। উল্লেখ্য, বৈশাখী টিভি’র নাটক ছাড়াও এবারের ঈদে একুশে টেলিভিশনে প্রচার চলছে জাহিদ হাসান অভিনীত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘মি. সুলতান’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। জাহিদ হাসান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফারহানা মিলি, স্বাগতা, আ.খ.ম. হাসানসহ অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5x7l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন