English

25 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
- Advertisement -

আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন: বিপাশা হায়াত

- Advertisements -

একসময়ের টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়াত-তৌকির আহমেদ। দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় এই জুটি বাস্তবজীবনেও একসঙ্গে গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। পরিচয়ের শুরু থেকেই দুজনের বোঝাপড়াটা ছিল দারুণ, সেই প্রেক্ষিতেই বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নেন আলোচিত এই যুগল।

এখনো এই দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহ এতটুকুও কমেনি। সম্প্রতি বিয়ের আড়াই যুগ পর তাদের বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন বিপাশা হায়াত।

শুরুতেই পডকাস্টটিতে শুধু তৌকির আহমেদ থাকলেও পরে চমকে দিয়ে সেখানে বিপাশা হায়াতও উপস্থিত হন। তৌকিরের সঙ্গে তার কি নিয়ে স্বপ্ন ছিল সে প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘তৌকীর আহমেদের সঙ্গে আমার পথচলা যখন শুরু, তখন থেকেই আমরা দুজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা-এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন।’

তবে বিয়ের পরের বাস্তবতা কেমন ছিল জানতে চাইলে বিপাশা জবাব দেন, তাদের প্রত্যাশার সেই স্বপ্নময় জীবনই এখন তারা যাপন করছেন।

উল্লেখ্য, অনেকদিন ধরেই এই দম্পতি তাদের সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করছেন। অভিনয়েও বিপাশাকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না। তবে তৌকির আহমেদ ক্যামেরার সামনে তেমন একটা হাজির না হলেও বর্তমানে তিনি চলচ্চিত্র নির্মাণেই নিজেকে ব্যস্ত রেখেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/60do
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন