English

23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

ওবায়দুল কাদেরের ‘পালক পুত্রের’ বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

- Advertisements -

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে ওঠা গুরুতর দুর্নীতির অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ নভেম্বর) বিকালে দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগগুলোর প্রাথমিক মূল্যায়ন শেষে হিরুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক জানায়, আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এবং বিদেশে অর্থপাচার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে হিরু ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি পদেও রয়েছেন। এছাড়া প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ ও ওয়েস্ট ফিল্ড নামীয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকও তিনি।

অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব ব্যবসার আড়ালে তিনি অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ট্যাক্স জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগ যাচাই করতে দুদক দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করেছে। দলের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন আর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন উপসহকারী পরিচালক আবু তালহা। তারা হিরুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান পরিচালনা করবেন।

চলতি বছরের জানুয়ারিতে পুলিশ আসাদুজ্জামান ওরফে হিরুকে গ্রেফতার করে। জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যার ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, হিরু নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/62fs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন