দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৯ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯৭ জনে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ৩,২৮৮ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৯ হাজর ৬৭৯ জনে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই একদিনে সুস্থ হয়েছেন ২,৬৭৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০,৭২১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪,৭২৭ টি নমুনা পরীক্ষা করে এসব ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪ টি। ২৪ ঘণ্টায় যারা মারা গেছে, তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৮ জন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/67zt
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন