নাসিম রুমি: টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সায়ন্তন ঘোষাল পরিচালিত সিনেমা ‘ম্যাডাম সেনগুপ্ত’ মুক্তি পেয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। রহস্য আর রোমাঞ্চে মোড়া এই গল্প মনে করিয়ে দিয়েছে ‘কাহানি’ সিনেমার কথা। দর্শকদের একাংশ দাবি— কবে পর্দায় আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত’র দ্বিতীয় কিস্তি?
৩২ বছরের অভিনয় জীবনে ঋতুপর্ণা সেনগুপ্তের একের পর এক হিট ছবি। এবার ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমায় চেনা ছকের বাইরে একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। এক কার্টুনিস্টের চরিত্রে ঋতুপর্ণাকে দেখে খুশি দর্শকরা। বেশিরভাগ প্রেক্ষাগৃহেই মিলছে ইতিবাচক সাড়া।
টালিপাড়া হোক কিংবা বলিউড— প্রতিযোগিতার দৌড়ে সব জায়গায় নতুন প্রযোজকদের হিমশিম খেতে হয়। অনেক সময় ‘হাউজফুল’ থাকা সত্ত্বেও সিনেমা প্রদর্শন ও সময় ধরে রাখতে নাজেহাল হয়ে যান তারা। এমন পরিস্থিতিতে ‘ম্যাডাম সেনগুপ্ত’-এর মতো সিনেমা দেখে আপ্লুত অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।
একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঋতুপর্ণা বলেন, দর্শকদের এত ভালোবাসা পাচ্ছি, সত্যিই আমরা খুশি। একটা টিম হয়ে কাজ করেছি। নতুন প্রযোজকরা যদি দর্শকদের থেকে এত উৎসাহ পায়, তা হলে পরের সিনেমা তৈরি করার ইচ্ছা দ্বিগুণ হয়ে যায়।
সত্যিই কি আসবে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখনই সে কথা বলতে পারছি না। তিনি বলেন, দর্শক এ কথা বলছেন তা শুনে ভালো লাগছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছিনা।