নাসিম রুমি: চলতি বছর ‘উৎসব’, ‘ইনসাফ’ ও ‘চক্কর’ ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন মোশাররফ করিম। তিনটি ছবিই মুক্তি পেয়েছে দুই ঈদ মিলিয়ে। আর তিনটি ছবিতেই তার অভিনয় বরাবরের মতো প্রশংসিত হয়েছে। এবার নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কচি খন্দকারের ফুটবল নিয়ে তৈরি গল্পের সিনেমার শুটিং দ্রুতই শুরু করবেন এ ভার্সেটাইল অভিনেতা।
তবে, তার আগেই নতুন আরেক রূপে হাজির হচ্ছেন তিনি। এবার তাকে দেখা যাবে নতুন একটি রহস্যঘেরা চরিত্রে, যেখানে সবাইকে হাসিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করেন। চরকির মিনিস্ট্রি অব লাভ’র ষষ্ঠ ছবি ‘ডিমলাইট’। মোশাররফ করিমকে এই ছবিতে দেখা যাবে একেবারে নতুন রূপে। এর আগে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে, এবারের মতো চরিত্র এই প্রথম করলেন।
এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন- তানজিকা আমিন, পারসা ইভানা ও শরাফ আহমেদ জীবন। লাইফটাই একটা জোকস আর সবচেয়ে বড় জোকস ‘মিডলাইফ ক্রাইসিস’। ‘ডিমলাইট’ নিয়ে মোশাররফ করিম চরকিতে ফিরছেন নয়া রূপে। এ বিষয়ে অভিনেতা বলেন, এটি একেবারে আলাদা গল্প ও চরিত্র। তবে, বাস্তবতার ছোঁয়া পাবেন দর্শক।
চরকিতে এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আমি বরাবরই একটু আলাদা চরিত্রে কাজ করতে পছন্দ করি। এবার যে কাজটি করেছি সেই চরিত্র আগে করিনি। তাই এটি আমার কাছে যেমন নতুন, তেমনি দর্শকদের কাছেও মনে হতে পারে। আমার বিশ্বাস, ভালো লাগবে সবার।
