English

25 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

কষ্ট লাঘবে ১৪১ বছর বয়সী কচ্ছপকে হত্যা

- Advertisements -

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানায় প্রবীণতম, গ্যালাপাগোস প্রজাতির কচ্ছপ গ্রামার মৃত্যু হয়েছে। চিড়িয়াখানার কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামার বয়স হয়েছিল প্রায় ১৪১ বছর। গত ২০ নভেম্বর তার মৃত্যু হয়। মূলত কষ্ট লাঘব করতে কচ্ছপটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়েছে। কচ্ছপটি বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিল। যা সাম্প্রতিক সময়ে আরও বৃদ্ধি পায়। এরপর এটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়। এটি সান দিয়াগো চিড়িয়াখানার সবচেয়ে পুরোনো অভিবাসী ছিল।

সান দিয়াগো চিড়িয়াখানায় কচ্ছপটি কবে এসেছিল সেটি স্পষ্ট নয়। তবে কেউ কেউ মনে করেন ১৯২৮, আবার কেউ মনে করেন ১৯৩১ সালের দিকে ব্রোঙ্ক চিড়িয়াখানা থেকে গালাপাগোস প্রজাতির কচ্ছপটি সান দিয়াগোতে এসেছিল।

গালাপাগোস কচ্ছপ প্রকৃতিতে ১০০ বছর বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে। আর এটিকে যদি বন্দি অবস্থায় লালন পালন করা হয় তাহলে এ প্রজাতি ২০০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

ইতিহাসে সবচেয়ে বয়স্ক গালাপাগোস কচ্ছপ হিসেবে বিবেচনা করা হয় হ্যারিয়েটকে। এটি ১৭৫ বছর বয়স পর্যন্ত অস্ট্রেলিয়া চিড়িয়াখানায় ছিল। কচ্ছপটিকে ১৮৩৫ সালে গালাপাগোস দ্বীপ থেকে আনা হয়। কচ্ছপটির জন্ম হয়েছিল ১৮৩০ সালের দিকে। এটি ২০০৬ সালে মারা যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6r3k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন