English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
- Advertisement -

শুটিং শেষ সালমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির

- Advertisements -

নাসিম রুমি: অবশেষে শেষ হল সালমন খানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং। ৫ ডিসেম্বর ছবির শুটিং শেষ হয়েছে। আর তারপর থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল এই ছবির শুটিং ফ্লোরে তোলা একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে সালমন খান ও চিত্রাঙ্গদা সিংকে একসঙ্গে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সালমনকে দেখা যাবে কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে।

২০২০ সালের জুন মাসে ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে বোনা হচ্ছে এই ছবির গল্প। শুটিং শেষে এবার এই ছবির পোস্ট প্রোডাকশনের বিবিধ কাজ শুরু করবে ছবির টিম।

সম্প্রতি শুটিংফ্লোর থেকে সালমন ও চিত্রাঙ্গদার যে ছবির ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তাঁদের দু’জনকেই ভারতীয় সেনার পোশাকে। যা দেখার পর আরও খানিক উন্মাদনার পারিদ চড়েছে ভাইজানের অনুরাগীদের মনে। তবে এই প্রথম নয়, এর আগেও লাদাখের শুটিংয়ের বেশ কিছু নেপথ্য দৃশ্য সামনে এসেছিল।

বরফে ঘেরা পাহাড়ের মাঝে অ্যাকশন অবতারে ধরা দিয়ে দেখা গিয়েছিল সালমনকে। লাদাখের বুকে ৪৫ দিনের মাথায় শেষ হয় ছবির শুটিং। পরে এই ছবির দ্বিতীয় অংশের শুটিং হয় মুম্বইতে। ছবির শুটিংয়ে আহতও হন সলমন। তবে মুম্বইয়ে দ্বিতীয় অংশের শুটিং শুরুর আগে বেশ খানিকটা বিরতি নিয়েছেন ভাইজান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6t5m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন