English

27.3 C
Dhaka
সোমবার, জুলাই ২৮, ২০২৫
- Advertisement -

সিনেমার প্রিমিয়ারে ধুন্ধুমার কাণ্ড: পরিচালককে জুতা ছুড়লেন অভিনেত্রী!

- Advertisements -

এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো বলিউড। গত শুক্রবার রাতে হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে পরিচালক মান সিংকে সরাসরি জুতা ছুঁড়ে মেরেছেন অভিনেত্রী রুচি গুজ্জার। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং তা নিয়ে চলছে তুমুল আলোচনা।

ঘটনার সূত্রপাত হয় কয়েক দিন আগে, যখন রুচি গুজ্জার সিনেমার অন্যতম প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেন। অভিনেত্রীর দাবি, করণ তাকে সিনেমার সহ-প্রযোজকের ক্রেডিট এবং লাভের অংশীদারিত্বের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণা করেছেন। এই প্রতারণার জের ধরেই সিনেমার প্রিমিয়ারে পরিচালক মান সিংয়ের মুখোমুখি হন রুচি। সেখানেই ক্ষিপ্ত হয়ে তিনি জুতা ছুড়ে মারেন এবং খানিকটা ধাক্কাধাক্কিও হয়। উপস্থিত লোকজন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

রুচি জানান, এই আর্থিক লেনদেনটি ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে ঘটেছিল। করণ তাকে একটি নতুন ধারাবাহিক নির্মাণের কথা বলে প্রযোজনায় যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং একাধিক কিস্তিতে অর্থ নিয়েছিলেন। কিন্তু রুচির অভিযোগ, সেই প্রজেক্ট বাস্তবায়নের কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

এ বিষয়ে রুচি ইতোমধ্যেই একটি এফআইআর দায়ের করেছেন। তার দাবি, এই প্রতারণার কারণে তিনি মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত।

উল্লেখ্য, এর আগেও রুচি গুজ্জার খবরের শিরোনামে এসেছিলেন। কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখখচিত নেকলেস পরে লাল গালিচায় হেঁটে তিনি ব্যাপক নজর কেড়েছিলেন এবং তখন থেকেই আলোচনার কেন্দ্রে চলে আসেন। এই ঘটনা বলিউড পাড়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং তারকাদের আর্থিক লেনদেন ও পেশাদার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6uwv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন