ইসমাইল হোসেন, সাভার প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকল পর্যায়ে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, “নিরাপদ সড়ক শুধু দাবি নয়—এটি মানুষের মৌলিক অধিকার। সবাই মিলে সচেতন হলে সড়কে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।”
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে পথচারী ও চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক ও নিসচার কর্মীরা সড়কের নষ্ট হওয়া সাইড ও অংশবিশেষ মেরামত করেন, যাতে চলাচল আরও নিরাপদ হয়।
এদিনের র্যালি ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিসচা সাভার উপজেলা শাখার নেতৃবৃন্দ, সাভার সিটিজেন ক্লাবের সেক্রেটারি জেনারেল, সাভার নাগরিক কমিটি ও দূর্নীতি প্রতিরোধ কমিটি,সাভার শাখার সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ।
অনুষ্ঠানটি সাভারবাসীর মাঝে সড়ক নিরাপত্তা ইস্যুতে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন—নিসচা তার এই মহৎ উদ্যোগ ও আন্দোলন আরও বেগবান করবে, যাতে দেশে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
