English

18 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
- Advertisement -

রয়েছে যমজ সন্তান, আবারো অন্তঃসত্ত্বা অভিনেত্রী রুবিনা!

- Advertisements -

ভারতীয় অভিনেত্রী রুবিনা দিলাইক ২০২৩ সালে যমজ কন্যাসন্তানের মা হয়েছেন। আবারো নাকি মা হতে চলেছেন তিনি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সেখবর দিতেই আলোচনায় ‘ছোটি বহু’।

৩৮ বছর বয়সি অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি গর্ভবতী’।

তারপর থেকেই কৌতূহল শুরু, আদৌ খবর সত্যি নাকি এটা পাবলিসিটি স্টান্ট? এ বিষয়ে রুবিনার সহকর্মী জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডেও সন্দেহ প্রকাশ করে জল্পনা উসকে দিয়েছেন। 

রুবিনার ভিডিও ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কৌতূহল, নতুন কোনও কাজের খবর দিতেই কি এমন প্রচার কৌশলীর পথে হাঁটলেন? যদিও অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছাড়া ওই ভিডিওতে আর একটি শব্দও খরচ করেননি অভিনেত্রী।

শুধু তাই নয়, যে অভিনেত্রী দিনরাত স্বামী সোহাগের মুহূর্ত ভাগ করে নেন সামাজিকমাধ্যমে, সেই তিনিই কিনা সন্তান হওয়ার সুখবরে স্বামী অভিনব শুক্লাকে ট্যাগ করলেন না? বিষয়টি নজর এড়ায়নি অনুরাগীদের। আর সেখান থেকেই ‘পাবলিসিটি স্টান্ট’-এর জল্পনার সূত্রপাত।

এ নিয়ে কেউ প্রশ্ন ছুড়লেন, ‘খবরটা সত্যি না মিথ্যা?’ আবার কারও প্রশ্ন, ‘রুবিনার কি নতুন কোনও কাজ আসছে?’ সবমিলিয়ে ‘ছোটি বহু’র অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণায় দ্বিধাবিভক্ত ভক্তরা।

উল্লেখ্য, ২০২৩ সালে বোল্ড প্রেগন্যান্সি ফটোশুটে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছিলেন রুবিনা দিলাইক। তার খোলামেলা অবতার অনেকেই পছন্দ করেননি। শুধু তাই নয়, মাসখানেক মা হওয়ার খবরও আড়ালেই রেখেছিলেন।

এবার সেই অভিনেত্রীই নিজে থেকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/705m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন