English

27.2 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১

- Advertisements -

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের র‍্যালিতে পদদলিত হয়ে শিশুসহ ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও শতাধিক। শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতির জনসভায় হতাহতের এই ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় হাসপাতালের বরাতে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির

কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম বলেছেন, জনসভাস্থলে আহত প্রায় ৫০০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে আনার প্রক্রিয়া চলছে। যে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের আগমন বিলম্বিত হওয়ায় মানুষ ছয় ঘণ্টার বেশি সময় ধরে ভিড় করে দাঁড়িয়ে ছিল। পরে তিনি বক্তব্য শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ কয়েকজন অচেতন হয়ে পড়লে বিজয় নিজের বক্তব্য থামিয়ে দেন এবং প্রচারণার বাস থেকে ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দিতে থাকেন। তিনি পদদলিত হওয়া মানুষকে সহায়তার জন্য পুলিশের কাছে আহ্বান জানান।

ভিড় এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেই বেগ পেতে হয়। খবর পেয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রীও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এদিকে ঘটনার পর বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7166
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন