ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পূর্বাঞ্চলে মাস্ক না পরলে শাস্তি হিসেবে করোনায় মৃতদের জন্য কবর খননের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল অনলাইন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এনগাবিতান গ্রামে আট জন মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় তাদেরকে একটি কবরস্থানে কবর খননের শাস্তি দেওয়া হয়েছে।
সার্ম জেলার প্রধান সুইয়োনো বলেন, ‘এই মুহূর্তে মাত্র তিন জন কবর খননকারী আছে। তাই আমি এই লোকগুলোকে তাদের সঙ্গে কাজে লাগালে ভালো হবে বলে ভেবেছি।’
তিনি বলেন, ‘আশা করছি এটি নিষেধাজ্ঞা লঙ্ঘন প্রতিরোধক হিসেবে কাজ করবে।’
জাভার সার্ম জেলায় করোনায় আক্রান্তের হার বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে এখানে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারাই করোনা বিধিনিষেধ লঙ্ঘন করছেন তাদেরকেই জরিমানা করা হচ্ছে কিংবা শাস্তি হিসেবে সমাজসেবামূলক কাজ করতে বাধ্য করা হচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/72rg
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
