English

31.9 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

হাইটেক চুরি: বাড়িতে চেক ছাপিয়ে বিলাসবহুল গাড়ি কিনল প্রতারক!

- Advertisements -

কতরকমেরই তো চুরি হয়। হাজার রকম জালিয়াতিও হয়। এটাও তার মধ্যেই একরকম আর কী! হাইটেক চুরি যাকে বলে! বাড়িতেই চেক ছাপিয়ে সেই চেক ভাঙিয়ে বিলাসবহুল গাড়ি কিনলেন এক ব্যক্তি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নাগরিক ক্যাসে উইলিয়াম কেল্লে বাড়িতেই চেক ছাপিয়ে এক পোর্সে গাড়ি কিনে ফেলেছেন তিনি।
ওকালুসা প্রদেশের পোর্সে গাড়ির ডিলারের শোরুমে ঢুকে পোর্সে ৯১১ টার্বো মডেলটি পছন্দ করেন উইলিয়াম কেল্লে। সঙ্গে সঙ্গে এক কোটির চেকটি তুলে দেন বিক্রেতাকে। ২৭ জুলাইয়ের ওই চেক ভাঙাতে গিয়ে বিক্রেতা বুঝতে পারেন কেল্লে তাকে জাল চেক দিয়ে ঠকিয়েছেন। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। শখ পূরণ হওয়ার আগেই কেল্লে গ্রেফতার হয়ে যান।
তবে শুধু গাড়ি নয়, তার ঘড়ির শখও রয়েছে। মিরামার সমুদ্রতটের কাছে একটি গয়নার দোকানে ঢুকে তিনি তিনটি রোলেক্স ঘড়ি কেনার চেষ্টা করেন জাল চেক দিয়ে। ঘড়ি বিক্রেতা সাবধানী, তিনি বলেন, চেক ভাঙানোর পরে ঘড়ি হস্তান্তর করা হবে। চেক জমা পড়তেই বোঝা যায় তা জাল। সঙ্গে সঙ্গে ওই বিক্রেতা পুলিশে খবর দেন। আরও একবার ফাঁস হয়ে যায় কেল্লের জাল চেকের বিষয়টি।
পুলিশ গ্রেফতার করার পর তিনি জানান, ওই চেক কোনও ব্যাংকের নয়। তার বাড়ির কম্পিউটারে বসে নকল চেক বানিয়ে নিয়েছিলেন।
ঘড়ি আর কেনা হয়নি উইলিয়াম কেল্লের। তবে গাড়ি কিনে ফেলেছিলেন। সেই গাড়ি আর চালানো হয়নি উইলিয়াম কেল্লে। তিনি আপাতত জেলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/74ko
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন