English

23 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
- Advertisement -

ভোট নিয়ে রুমিন ফারহানার শঙ্কা উড়িয়ে দিলেন প্রেসসচিব

- Advertisements -

ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি কর্মী-সমর্থকদেরকে পাহারাদার হিসেবে থাকার অনুরোধ জানিয়েছেন।

তবে এ শঙ্কা একেবারেই উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম। এ শঙ্কা অমূলক উল্লেখ করে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, একটি শান্তিপূর্ণ ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত দলটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘আমার কানে এসেছে সরাইলের কিছু সেন্টারে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করছে। যদি কোথাও সিল দেওয়ার চেষ্টা করে, জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা পাহারাদার হিসেবে থাকবেন। মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে আমাকে সহযোগিতা করে যাবেন।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে রুমিন ফারহানা সরাইল উপজেলার আলীনগর গ্রামে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন।

এসময় তিনি একটিবার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। পাশাপাশি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নে গ্যাস সংযোগসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আশ্বাস দেন।

তবে আজ শুক্রবার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘রুমিন ফারহানার আশঙ্কা অমূলক। আমরা কাজের মধ্য দিয়েই এর প্রমাণ করব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/757z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন