মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ি চৌরাস্তায় বাস ও পিকআপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি খানবাড়ি চৌরাস্তায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। সংঘর্ষে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যানবাহন দুটিতে থাকা যাত্রীরা আহত হয়েছেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
