ভারতের কর্নাটকে আয় বহির্ভূত সম্পদের মালিক বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বাড়ি ও অফিসে অভিযানে চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ সোনার গহনা, অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় দেশটির অপরাধ দমন শাখা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আজ অপরাধ দমন শাখার প্রায় ৪০০ কর্মকর্তা ওই রাজ্যের ৬০টি জায়গায় অভিযান চালিয়েছেন। অভিযানে থাকা এক কর্মকর্তা জানান, সাড়ে তিন কোটি টাকার গহনা ছাড়াও প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কালবুর্গী এলাকার পূর্ত দফতরের এক প্রকৌশলীর বাড়ি থেকে ১৩ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ (১৪ লাখ ৯৭ হাজার ৯৫৩) টাকা।
ওই বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পানির পাইপ থেকে রাশি রাশি টাকা বের করছেন কর্মকর্তারা।