কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত তিন যাত্রী। নিহতরা একই পরিবারের সদস্য। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনের কাছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, মোঃ শহিদুল ইসলাম (২৭) ও মোছাঃ সুমাইয়া খাতুন( ৪) তারা উভয়ই রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের বাসিন্দা।
রায়গঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন ফজু জানান, সন্ধ্যা ৭ টার দিকে শহিদুল তার পরিবারের ৫ -৬ সদস্যকে নিয়ে নাগেশ্বরী থেকে রায়গঞ্জ আসার পথে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রায়গঞ্জ এলাকায় ওই অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তারা সবাই একই পরিবারের সদস্য বলেও জানা তিনি।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ ইমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সাইফ জানান, দুর্ঘটনায় গুরুতর আহত তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7zhe
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন