English

26.2 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

এবার রণবীর সিংয়ের সঙ্গে অ্যাকশন করবেন ববি

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা রণবীর সিং ও ববি দেওল। প্রথমবারের মতো এক সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাদের। তবে জানা গেছে নতুন এই মেগা প্রজেক্টে দুজনারই থাকবে চমকপ্রদ লুক ও অ্যাকশনে ভরপুর।

গত কয়েক বছরে রণবীর ও ববি—দুজনেই একাধিক চরিত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। রণবীর সিংয়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে প্রশংসিত হয়েছিল। এরপর তিনি ফিরছেন অ্যাকশনধর্মী সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে, যার ট্রেলার ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। অন্যদিকে ববি দেওলের ক্যারিয়ারে এসেছে এক চমৎকার পুনর্জাগরণ। ‘অ্যানিমাল’ এবং ওয়েব সিরিজ ‘আশ্রম’ তাকে দিয়েছে এক নতুন পরিচিতি। এবার দুজনে একসঙ্গে বড় পর্দায় জুটি বাঁধবেন। এর আগে ববি রণবীর কাপুরের সঙ্গে অ্যাকশন করেন।

নতুন এই সিনেমা নিয়ে রণবীর ও ববি দুজনেই এই প্রজেক্টের জন্য দারুণ সিরিয়াস। তারা নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলতে যাচ্ছে একেবারে নতুন রূপ। এমনভাবে তাদের লুক পরিবর্তন করা হবে, যা দর্শক আগে দেখেননি। তাদের শারীরিক গঠনেরও উল্লেখযোগ্য রূপান্তর ঘটবে। ইতিমধ্যেই ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কাজ শুরু করে দিয়েছেন ববি দেওল। তার ইনস্টাগ্রামে পোস্ট করা সাম্প্রতিক ছবিতে দেখা গেছে, তিনি শরীরচর্চায় মনোযোগ দিয়েছেন এবং কঠোর অনুশীলনে রয়েছেন।

অন্যদিকে, রণবীর সিং বর্তমানে ‘ধুরন্ধর’ ছবির কাজের পাশাপাশি এই নতুন ছবির প্রস্তুতিও নিচ্ছেন। ধুরন্ধরের পরপরই তিনি এই সিনেমার জন্য পুরোপুরি সময় দেবেন বলে জানা গেছে।

শোনা যাচ্ছে, ছবিটি হবে স্টাইলিশ অ্যাকশন এবং চরিত্রনির্ভর একটি বড় স্কেল প্রজেক্ট, যা হিন্দি ছাড়াও দক্ষিণ ভারতীয় ভাষা—তামিল ও তেলেগুতেও মুক্তি পেতে পারে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ববি দেওলকে আরও কিছু নতুন সিরিজে দেখা যাবে বলে জানা গেছে।

এই দুই তারকার একসঙ্গে পর্দায় আসা নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। ছবির নাম বা গল্প সম্পর্কে নির্মাতারা এখনও কিছু প্রকাশ করেননি। তবে বলিউডে এটি হতে চলেছে একটি অন্যতম বড় অ্যাকশন-এন্টারটেইনার সিনেমা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/823a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন