যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাফোক কাউন্টি গত ১৮ জানুয়ারি এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়। হঠাৎ ঘটা এই নাটকীয় পরিস্থিতি দেখে স্থানীয় ব্যাংক কর্মীরা হকচকিয়ে গেছেন। সেদিন ব্যাংকে কোনো সশস্ত্র ডাকাত নয় বরং জানালার কাঁচ ভেঙে আচমকা ঢুকে পড়ে একটি বিশাল পুরুষ হরিণ। ব্যাংকের লবিতে ঢুকে পড়া হরিণটি প্রবল আতঙ্কে তাণ্ডব শুরু করলে মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে এটিকে একটি সাধারণ চুরির ঘটনা মনে করা হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা দেখেন, একটি রক্তাক্ত হরিণ ব্যাংকের কাঁচের দেয়াল ও কাউন্টারে বারবার ধাক্কা খাচ্ছে। হরিণটির শরীর থেকে ঝরতে থাকা রক্তে ব্যাংকের দেয়াল ও মেঝে লাল হয়ে ওঠে। আর চারদিকে ছড়িয়ে পড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া আসবাবপত্র ও নথিপত্র।
হরিণটিকে শান্ত করা ছিল পুলিশের জন্য এক বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে কর্মকর্তারা একটি দড়ির সাহায্যে হরিণটির শিং বেঁধে ফেলেন। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটিকে টেনে ব্যাংকের বাইরে নিয়ে যাওয়া হয় এবং নিকটস্থ জঙ্গলে নিরাপদভাবে অবমুক্ত করা হয়।
সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা বা সাধারণ মানুষ আহত হননি। সাফোক কাউন্টি পুলিশ তাদের ফেসবুক পেজে রসিকতা করে লিখেছে, সম্ভবত হরিণটি ব্যাংকে কিছু ডলারের সন্ধানেই এসেছিল। ইন্টারনেটে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের ধৈর্য ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন নেটিজেনরা।
