English

21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- Advertisement -

তারেক রহমান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন: রিজভী

- Advertisements -

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, ‘তারেক রহমান দূরে থেকেও দেশের মানুষের কাছে রয়েছেন এবং তিনি যখন মনে করবেন, তখনই দেশে ফিরবেন।’

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনী তফসিল বিলম্বিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ‘যদি নির্বাচনের তফসিল বিলম্বিত হয়, তাহলে দেশের গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে যাবে।

তিনি অভিযোগ করেন, ‘এত গুম-খুন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন, সেটি প্রলম্বিত হলে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হবে।’

এদিকে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও বলেন, ‘তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।

আমীর খসরু তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়টি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া এবং একটি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বলে ইঙ্গিত দেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘নির্বাচন ছাড়া অন্য কোনো ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই। দেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা হলো একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, যা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সম্ভব।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/85f1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন