English

28 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
- Advertisement -

মাতৃত্বকালীন ফটোশ্যুটে সোনম কাপুর

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের স্টাইল আইকন হিসেবে সোনম কাপুর বেশ খ্যাতিমান। নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য হরহামেশাই আলোচনায় উঠে আসেন তিনি। আবারও এ অভিনেত্রী এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার প্রমাণ করলেন, মাতৃত্বকালীন ফ্যাশনেও তিনি অনন্য। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই বলিউড তারকা বর্তমানে মাতৃত্বকালীন ফ্যাশনকেও নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন।

ঐতিহ্যবাহী আনারকলি থেকে শুরু করে সাহসী ও আধুনিক সিলুয়েট- যেখানেই হাজির হচ্ছেন, সেখানেই ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন তিনি। ইতোমধ্যে এক সন্তানের মা সোনম স্বামী আনন্দ আহুজার সঙ্গে শিগগিরই তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

এরই ফাঁকে সোমবার ২৮জানুয়ারি অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাতৃত্বকালীন ফটোশ্যুটের একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাকে হাই-ফ্যাশন ও রাজকীয় সিলুয়েটে নিজের বেবি বাম্প প্রদর্শন করতে দেখা যায়। তবে তার সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিলাসবহুল একটি কালো ব্যাগ।

 

ফটোশ্যুটে সোনম বহন করছিলেন হার্মিস ব্র্যান্ডের কালো ‘ম্যাক্সিমার্স টু’ ব্যাগ। সুইফট বাছুরের চামড়া দিয়ে তৈরি এই ব্যাগটি অত্যন্ত নমনীয় ও পরিশীলিত। এতে রয়েছে চৌম্বকীয় ফ্ল্যাপ ক্লোজার, সোনালী স্নাফেল বিট হ্যান্ডেল এবং সামঞ্জস্যযোগ্য ও অপসারণযোগ্য কাঁধের স্ট্র্যাপ। হার্মিসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এ ব্যাগটির দাম ৫,৫৮০ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৮২,৩২৯ রুপি।

ব্যাগটির সঙ্গে মিল রেখে সোনম পরেছিলেন সম্পূর্ণ কালো পোশাক। তিনি তিউনিসিয়ান ডিজাইনার আযেদিন আলাইয়ার ফ্যাশন হাউস ‘মাইসন আলাইয়া’র তৈরি একটি লম্বা স্কার্টের সঙ্গে হাই-নেক ক্রপ টপ বেছে নেন। স্বাস্থ্য সচেতন সিলুয়েটের জন্য পরিচিত এই ফ্যাশন হাউসের পোশাক তার গর্ভাবস্থার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। এর ওপর তিনি পরেছিলেন দ্য রো ব্র্যান্ডের একটি ওভারসাইজড ব্লেজার।

এর সঙ্গে অলংকার হিসেবে সোনম বেছে নিয়েছিলেন একটি সূক্ষ্ম নেকলেস, স্টাড কানের দুল এবং একটি স্টেটমেন্ট রিং। খোলা চুলে হালকা মেকআপ লুকে গালে ব্লাশের ছোঁয়া, চকচকে গোলাপি লিপস্টিক, স্মোকি বেগুনি আইশ্যাডো ও বিস্তর ভ্রু তার সাজে যেন পূর্ণতা নিয়ে আসে।

সামগ্রিকভাবে, এই ফটোশ্যুটে সোনম মাতৃত্বকালীন ফ্যাশনের ক্ষেত্রে স্টাইলে নতুন মাত্রা যোগ করেছেন বলেই মনে করছেন ফ্যাশনপ্রেমীরা। যা বরাবরের মতোই তাকে প্রশংসায় ভাসাচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/85u4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন