English

19 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
- Advertisement -

আমি স্ক্রিনে আগুন ধরিয়ে দেব: সিয়াম

- Advertisements -

নাসিম রুমি: নতুন বছর মানেই নিজেকে নতুন করে প্রস্তুত করা, পুরোনো অভিজ্ঞতা থেকে শক্তি নেওয়া আর সামনে এগিয়ে যাওয়ার সাহস। ২০২৬ সালকে নিজের অভিনয় জীবনের জন্য আরো গুরুত্বপূর্ণ করে তুলতে চান অভিনেতা সিয়াম আহমেদ। দর্শকের ভালোবাসা আর প্রত্যাশাকে সঙ্গী করে নতুন বছরে নতুন চরিত্র, নতুন গল্প আর বড় চ্যালেঞ্জের পথে হাঁটার কথা জানালেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সিয়াম লেখেন, “গেল বছরটা শুরু হয়েছিল অনেক আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে। ঠিক সেই সময়েই বিনোদনের কাজটা আরো বেশি জরুরি হয়ে ওঠে—মানুষকে বাস্তবের চাপ থেকে একটু দূরে নিয়ে যাওয়া, কিছুক্ষণ হাসানো, কাঁদানো কিংবা নতুন একটা জগতে নিয়ে যাওয়া।”

ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমা নিয়ে আবেগঘন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সিয়াম আহমেদ। তিনি বলেন, “লাখো মানুষ পরিবার নিয়ে সিনেমা হলে এসেছেন জংলি দেখতে। আপনারা হেসেছেন, কেঁদেছেন, পরম মমতায় আমাকে জড়িয়ে ধরেছেন। সিনেমা হলে লুকিয়ে লুকিয়ে আমি দেখেছি—বাবা সন্তানকে আগলে ধরে বসে আছেন, মায়ের চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে। বিশ্বাস করুন, আপনাদের সেই ভালোবাসা দেখে আমারও চোখ ভিজে উঠেছে। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!”

‘তাণ্ডব’ সিনেমায় আরমান মনসুর চরিত্রে সিয়ামের ক্যামিও উপস্থিতিও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অল্প সময়ের জন্য পর্দায় হাজির হয়েও এই চরিত্রে তিনি দর্শকদের বিস্মিত করেছেন। অনেকেই আরমান মনসুরকে ঘিরে পূর্ণাঙ্গ গল্প দেখতে চান বলে মন্তব্য করেছেন।

এ প্রসঙ্গে সিয়াম আহমেদ লেখেন, “আপনারা জনি কিংবা জংলিকে যেমন আপন করে নিয়েছেন, তেমনি আরমান মনসুরকে দেখেও বিস্মিত হয়েছেন। অল্প সময়ের একটি চরিত্রকে ঘিরে আপনারা পোস্টার, মিম, ভিডিও ম্যাশআপ, এমনকি বিজিএম বানিয়ে পাঠিয়েছেন—সে ভালোবাসা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন অভিনেতা হিসেবে নিজেকে সব সময় চ্যালেঞ্জ করাই আমার লক্ষ্য।”

নতুন বছরের পরিকল্পনা জানিয়ে সিয়াম আহমেদ লেখেন, “এবার নতুন চ্যালেঞ্জের পালা। নতুন বছরে আপনাদের জন্য আসছে আরো নতুন চরিত্র, আরো নতুন গল্প। আমি সিনেমায় অভিনয় করি দর্শকদের জন্যই। দর্শকের ভালো লাগা-মন্দ লাগাই আমার সবচেয়ে বড় অর্জন। তাই এমন কিছু গল্প হাতে নিয়েছি, যেখানে আবারো রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠব।”

আত্মবিশ্বাসের গল্প বলে কথার সমাপ্তি টেনেছেন সিয়াম আহমেদ। এ অভিনেতা লেখেন, “সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন, পপকর্নের বক্সটা কাছে রাখুন—কারণ, আমি স্ক্রিনে আগুন ধরিয়ে দেব। আমার সিনেমা পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/86bx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন