গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্টের ভুলের কারণে ব্রডগেজ লাইনে ঢুকে ট্রেনের ইঞ্জিন আর কোচ লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান বলেন, ‘ইঞ্জিনসহ দুই-তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8ab7