বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোস্তাফিজার রহমান মোস্তা (৫৪)নামেরর এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২১অক্টোবর) সকাল ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবা নয়াপাড়া গ্রামে এক পুকুর পাড় থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুরিশ। নিহত সাবেক ইউপি সদস্য মোস্তা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র তিনি ইট ভাটার ব্যবসা করতেন।
খবর পেয়ে সহকারী পুলিশ শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, তাৎক্ষনিক ভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে লাশ উদ্ধার করা হয়েছে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ মুহুর্তে হত্যার কারণ নিশ্চিত জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহত স্ত্রী রিনা বেগম জানান, নিহত মোস্তা গত ২০ অক্টোবর রাত ৮টায় বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়িতে না ফিরলে তিনি ১.১৫ ঘটিকা পর্যন্ত নিহতর ব্যবহৃত ফোনে ফোন করেন কিন্তু ফোন রিসিভ হয়নি। একই গ্রামের ফজলার রহমান বলেন, তিনি তার সন্তানকে প্রকৃতির ডাকে সারা দিতে নিয়ে গিয়ে মোস্তার লাশ পুকুর পাড়ে দেখে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন, এসে পুলিশ কে খবর দেয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8er8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন