English

17 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
- Advertisement -

এক লাখ ৬৫ হাজার দর্শকের উপস্থিতিতে ব্ল্যাকপিংকের কনসার্ট

- Advertisements -

প্রায় সাড়ে তিন বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক। তার আগে ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’ নিয়ে জাপানে পারফর্ম করেছে রোজে, জেনি, লিসা ও জিসু।

ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ১৬ থেকে ১৮ জানুয়ারি টোকিও ডোমে টানা তিনটি কনসার্ট করেছে ব্ল্যাকপিংক। এই তিন শোতে মোট উপস্থিতি ছিল প্রায় ১ লাখ ৬৫ হাজার দর্শক- যা আবারও গ্রুপটির বৈশ্বিক জনপ্রিয়তার প্রমাণ দেয়।

কনসার্টের শুরুতেই ‘কিল দিস লাভ’ ও ‘পিংক ভেনম’ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন চার সদস্য। রোজে, জেনি, লিসা ও জিসুর সঙ্গে গলা মেলান হাজারো ভক্ত। শক্তিশালী কোরিওগ্রাফি ও আলোকসজ্জা পুরো ডোমজুড়ে তৈরি করে তুমুল উন্মাদনা। এরপর ‘হুইসেল’, ‘বুম্বায়া’ থেকে শুরু করে ‘জাম্প’-একটির পর একটি হিট গানে জমে ওঠে পরিবেশ।

কনসার্টের শেষভাগে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্ল্যাকপিংকের সদস্যরা। দর্শকদের উদ্দেশে তারা বলেন, সময় যে এত দ্রুত কেটে গেল, ভাবতেই খারাপ লাগছে। এই তিন দিনে আমরা আপনাদের কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়েছি। আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা।

জানা গেছে, টোকিও ডোমের পর হংকংয়ের কাই তাই স্পোর্টস পার্কে কনসার্ট করবে ব্ল্যাকপিংক। ২৪ থেকে ২৬ জানুয়ারি সেখানে শো করবে গ্রুপটি। এর মধ্য দিয়েই শেষ হবে ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুর।

উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ব্ল্যাকপিংকের তৃতীয় ইপি ‘ডেডলাইন’। এতে থাকবে ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া আলোচিত গান ‘জাম্প’, যা বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে স্থান পেয়েছিল এবং বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় ব্ল্যাকপিংকের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘বর্ন পিংক’। আর ২০১৯ সালের এপ্রিলে আসে গ্রুপটির শেষ ইপি ‘কিল দিস লাভ’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8idv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন