English

25.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৬৫ লাখ ২৯ হাজার ৬৬ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জাপানে ২ লাখ ৩১ হাজার ৫৯৭ জন।সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ৩১১ জনের।সর্বোচ্চ সুস্থ জাপানে ১ লাখ ৮০ হাজার ৩০৮ জন।

আজ শনিবার (৬ আগস্ট) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৬৫ লাখ ২৯ হাজার ৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ লাখ ৭৩ হাজার ৭৪৯ জন। নতুন করে প্রাণ গেছে ২ হাজার ১২৮ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৪ লাখ ৩০ হাজার ৫৭০ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৫ কোটি ৬৬ লাখ ১৮ হাজার ২৯০ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯ লাখ ৬ হাজার ৪২০ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ৪৭৮ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৪৩ হাজার ৮৭৪ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৯ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৩০৯ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৫৭ হাজার ৮১১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩১১ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ কোটি ৮৭ লাখ ৯৬৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৫১ জন, মৃত্যু ৭০ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪১ লাখ ৭ হাজার ৫৮৮ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ২৬ হাজার ৬০০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬২৪ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৩৯ লাখ ৯৩ হাজার ৯৩০ জন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৪৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৫৩১ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু ৮৭ জনের।

ব্রাজিল আক্রান্তে ৩য় অবস্থানে।দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৪৯৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ১৬৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৭৯ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ২৫৮ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ২৬ লাখ ৪৩ হাজার ১৫৭ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ১১ লাখ ৭৮ হাজার ৭০৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৭১৭ জনের এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৫০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯ হাজার ৫০৬ জন, মৃত্যু ১৬৫ জনের।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। মারা গেছেন ১ লাখ ৮৫ হাজার ৫২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৬০১ জন এবং মৃত্যু ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার ৯২ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১২ লাখ ১৩ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৯৫৯ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৭২ হাজার ৭২৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৬১ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার ৫৩৬ জন।

দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ২ কোটি ১ লাখ ৬০ হাজার ১৫৪ জন। মোট মারা গেছেন ২৫ হাজার ১৪৪ জন।সুস্থ হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৬৪৭ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৮৪৯ জন, মৃত্যু ৩৪ জনের।

আক্রান্তে ৯ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৮৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ১২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮২ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪৪ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮০ লাখ ১০ হাজার ৬৬ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার ৪৯৫ জন। মোট মৃত্যু ৯৯ হাজার ৩৪১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ৪৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৩৪ জন এবং মৃত্যু ৫২ জনের।

জাপানে মোট আক্রান্ত ১ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৮৯৮ জন। মোট মৃত্যু ৩২ হাজার ৯৭৬ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ লাখ ৩১ হাজার ৫৯৭ জন, মৃত্যু ১০৯ জনের।সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৯১৯ জন।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৯৯৬ জন। মোট মৃত্যু ১ লাখ ১০ হাজার ৭১৯ জনের আর সেরে উঠেছে ১ কোটি ২৭ লাখ ৭ হাজার ৪৬৫ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮৫৫ জন, মৃত্যু ১০৯ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১২ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ৯৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ০ জনের এবং সুস্থ হয়েছেন ৯৯ লাখ ৪৮ হাজার ১৭৪ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৫ লাখ ৬০ হাজার ৩০৭ জন। মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৩৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৯২ লাখ ৮৭ হাজার ৭৯৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৫৩৫ জন এবং মৃত্যু ১৩ জনের।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ৯৫ লাখ ৫৪ হাজার ৪০৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭ হাজার ২৯২ জন। মোট মৃত্যু ১২ হাজার ১১৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৯৩ জনের। এবং সুস্থ হয়েছেন ৯২ লাখ ২৪ হাজার ২৫৫ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮৩ লাখ ৪৭ হাজার ২৯৫ জন। মোট মৃত্যু ২২ হাজার ৫১০ জন। আর সুস্থ হয়েছেন ৮১ লাখ ৮৮ হাজার ১৪২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৩৮ জন,মৃত্যু ৪ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭৪ লাখ ২৬ হাজার ৩০ জন। মোট মৃত্যু ১ লাখ ৪২ হাজার ২৯০ জনের এবং সুস্থ হয়েছেন ৭০ লাখ ৯১ হাজার ২৩২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৪১৫ জন এবং মৃত্যু ৮১ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৩ হাজার ১৯০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৬ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৬৪ হাজার ১৩৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২০ হাজার ২১০ জন এবং মৃত্যু ১২৩ জনের।

কলোম্বিয়ায় মোট আক্রান্ত ৬২ লাখ ৭৮ হাজার ৯৯৮ জন। মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ ৯৬ হাজার ৯৪৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৮৯০ জন, মৃত্যু ৩৯ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬২ লাখ ২৯ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৫২৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৫৭ হাজার ৬০ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ১৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬০ লাখ ২১ হাজার ৫৪৯ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪৪ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৭৮ জন, মৃত্যু ২ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8iri
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন