“গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে নিরাপদ সড়ক চাই-নিসচা হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকায় হাটহাজারী পৌরসভা বাসস্ট্যান্ড থেকে কাচারি সড়ক পৌরসভার সামনে গিয়ে পথসভার মাধ্যমে র্যালি শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা সভায় বলেন, নিসচা’র কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক আন্দোলন।
সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গীকারবন্ধ। তারা আরোও বলেন, নিসচা শুধু সড়কে নয় বিভিন্ন সামাজিক-মানবিক ও ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গণেও নিসচা’র কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিসচা হাটহাজারী উপজেলা শাখার আহবায়ক জনাব ওজাইর আহমদ হামিদির সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ফরিদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোঃ শোয়েব,নিবার্হী সদস্য আহসান আরিফ চৌধুরী, নিবার্হী সদস্য জিয়া হায়দার চৌধুরী, নিবার্হী সদস্য মোঃ রাশেদুল আলম, নিবার্হী সদস্য মোঃ ফোরকান সিকদার,সুলতান আহমেদ, মোঃ মন্জুরুল আলম, মোঃ হারুনুর রশিদ,মোঃ শাহেদ,মোঃ কুতুব উদ্দীন নওশাদ,মোঃ আবুল হাসেম, মোঃ নিজাম উদ্দীন, মোঃ আজিজ, মোঃ ইব্রাহীম, মোঃ মোতাহের হোসেন চৌধুরী, বাবু নয়ন চৌধুরী, মোঃ আরিফ উল্ল্যাহ খান, মোঃ তারেক,আবদুল করিম, মোঃ হানিফ প্রমুখ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8j6k
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন