English

29.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

ফিলিস্তিনে হত্যা বন্ধে কাতারে বিক্ষোভ

- Advertisements -

ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এইবার বিক্ষোভে উত্তাল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। স্থানীয় সময় শনিবার (১৫ মে) রাতে কাতারের জাতীয় মসজিদ প্রাঙ্গণে এ বিক্ষোভে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে স্থানীয় কাতারি নাগরিক ও অভিবাসীদের পাশাপাশি যোগ দেয় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের বন্ধের দাবিতে এই প্রথম মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ও হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার উপস্থিতি। বিপুলসংখ্যক নারী এবং কাতারি নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষের সরব উপস্থিতি ছিল মুগ্ধকর। বিক্ষোভে যোগ দেন কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা।

ইসরায়েলই ইহুদিদের অমানবিক নিষ্ঠুর জুলুম নির্যাতন ও হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও।

কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার ফিলিস্তিনের গাজার কার্যালয় বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার পড়, কাতার প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ বিক্ষোভে সমাবেশ অনুষ্ঠিত হল। যদিও এইরকম কোন বিক্ষোভ সমাবেশ এর আগে কোনোদিন কাতারে অনুষ্ঠিত হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8jks
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন