English

28 C
Dhaka
বুধবার, নভেম্বর ১২, ২০২৫
- Advertisement -

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র

- Advertisements -

নাসিম রুমি: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানা যাচ্ছে, এই মুহুর্তে তার অবস্থা স্থিতিশীল। আপাতত বাড়ি থেকেই চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। আজ বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে অ্যাম্বুলেন্স নিয়ে আসেন তার পুত্র ববি দেওল।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীক সামদানী প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, ‘ধর্মেন্দ্রজি আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।’

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন এই চিকিৎসক। এরপর, সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর বাসভবনে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ ও বেরিয়ে আসার ভিডিও ভাইরাল হয়।

এদিকে ধর্মেন্দ্রর টিমের তরফে জানানো হয়েছে, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শেই থাকবেন তিনি। চলবে বাড়ি থেকেই যাবতীয় চিকিৎসা। একইসঙ্গে সকলকে অনুরোধ জানানো হয় তার শারীরিক অবস্থা নিয়ে কোনো রকম ভুয়া খবর না ছড়ানোর জন্য। তার এবং তার পরিবারের প্রতি যাতে সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হয়।

 

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তার অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভুয়া খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের। পরবর্তীকালে তার পরিবারের তরফে এই খবর ভুয়া বলে নিশ্চিত করা হয়। বলিউডের ‘হিম্যান’কে দেখার জন্য তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান অনেকেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8mqz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন