English

23 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে রাশিদুল সভাপতি, রানা সম্পাদক নির্বাচিত

- Advertisements -

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এস এ টিভি’র খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতিসহ সকল প্রার্থী বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত।

আজ রোববার ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের সিডিউল অনুযায়ী নির্বাচনের দিন ৭টি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় উপরোক্ত ৭জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত চিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস এর খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দু’জন সদস্য হলেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৪ নভেম্বর (শুক্রবার) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের ১২ ডিসেম্বর খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচনের ফলে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের দীর্ঘদিনের স্থবিরতার অবসান ঘটে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8pkg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন