English

31.7 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

সিলেটের মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত, আহত ২

- Advertisements -

রোববার গভীর রাত ৩টা ৫০ মিনিটে মৌলভীবাজার জেলার শেরপুরে সিলেটগামী একটি বাসের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।

নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা। তার গ্রামের সুনামগঞ্জের দোয়ারাবাজারে। তিনি পুলিশের ২০১৮ এর দ্বিতীয় ব্যাচের ছিলেন।

এ ঘটনায় নিহত গুরুতর আহত হন আরও দুই পুলিশ সদস্য। তারা হলেন সিলেটের বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামের আতাউর রহমান গুলজারের ছেলে কামরানুর রহমান ও অপরজন আনিস আহমেদ।

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়,মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে দায়িত্ব পালন করছিলেন ওই তিন পুলিশ সদস্য। গভীর রাত প্রায় ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে এ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব গনমাধ্যমকে জানান, নৈশকোচটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোলচত্বরে ওঠে পড়ে। আহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের একটি দল। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব আলী রানা। আহত অপর দুজনকে ভর্তি করা হয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8th4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন