মোঃ নূর ই আলম হোসেন, জয়পুরহাট: “সৃজনশীলতা বিকশিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পৌর সদরের ইটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী চারু ও কারু মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর দিন ব্যাপী চারু ও কারু মেলায় শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন উপকরণ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
চারু ও কারু মেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে যেনও মিলন মেলায় পরিনত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার তারিক রহমানের সভাপতিত্বে চারু ও কারু মেলার উদ্বোধন করেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, জেলা সহকারী শিক্ষা অফিসার আবু তারেক মোঃ রওনক, সহকারী শিক্ষক ফজলুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ, মোঃ মকবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ফারুক হোসেন কাজল প্রমুখ।
