English

19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

বিজেপিমুক্ত ভারত না হওয়া পর্যন্ত শান্ত হবো না: মমতা ব্যানার্জি

- Advertisements -

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তার দেশ থেকে বিজেপি  বিদায় না নেওয়া পর্যন্ত তিনি শান্ত হবেন না। একইসঙ্গে বিজেপির দালালদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মমতা ব্যানার্জি। এসময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বিজেপিকে শূন্য করার আহ্বান জানান।

তিনি বলেন, বিজেপিকে শূন্য করতে হবে? চ্যালেঞ্জের মোকাবিলা হবে? বিজেপিকে বিসর্জন দিতে হবে। আমি ওদের দিল্লি কেড়ে নেব। বাংলায় আপনারা লড়াই করুন। বাংলা জিতলে আমরা দিল্লি কাড়বো। বাংলায় আমরা বেঁচে থাকলে, আমরা ওদের দিল্লি কাড়বো। ওদের সরকার পাল্টাবে। বাংলাকে বঞ্চিত করতে গিয়ে ওরা নিজেরাই পিছু হটবে।

এছাড়া আগামী বছর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বিদায় করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা বিজেপিকে ভোট দিতেন, তাদের কাছেও আমার আবেদন- আপনারা বিজেপিকে ভোট দেবেন না। আপনাদের সহায়তা করার জন্য আমরা আছি। আপনারা ভয় পাবেন না।

এদিন নিজের বক্তব্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা ব্যানার্জি। তাকে ‘অপদার্থ হোম মিনিস্টার’ আখ্যা দিয়ে তিনি বলেন, এত বাজে হোম মিনিস্টার আমি জীবনে কখনো দেখিনি।

মমতা আরও বলেন, অমিত শাহ একজন স্বৈরাচারী ও দুরাচারী। তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। প্রধানমন্ত্রীও নিয়ন্ত্রণ করেন না। আমার সন্দেহ রয়েছে- প্রধানমন্ত্রীকেও তিনি নিয়ন্ত্রণ করেন। আর দেশটাকেও তিনি নিয়ন্ত্রণ করছেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, তবে সে দেশের কী হতে পারে?

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8wqe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন