মোঃ আলাল উদ্দিন: গাজীপুর শাহীন শিক্ষা পরিবার বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে ভৈরব শাখায় আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় ভৈরবের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশাপাশি ভৈরবসহ ৫১টি কেন্দ্রে ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক সালাউদ্দিন হিমেল বলেন, “ভৈরব শাখার প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকাবাসীর সহযোগিতায় প্রতিবছর সফলভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।”
এদিকে পরিচালক মাহফুজুর রহমান জানান, বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ২১ ডিসেম্বর প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে ল্যাপটপ, ট্যাব, নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে দেওয়া হবে।
পরীক্ষার সময়সূচি সম্পর্কে সহকারী শিক্ষক ও সংস্কৃতিকর্মী সুমাইয়া হামিদ দিয়া জানান, ১ম ও ২য় শ্রেণি: সকাল ১০টা থেকে দুপুর ১২টা, ৩য়–৫ম শ্রেণি: সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট, ৬ষ্ঠ–৮ম শ্রেণি: সকাল ১০টা থেকে দুপুর ১টা, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখা নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে থাকে। বৃত্তি পরীক্ষা উপলক্ষে আজ আগত অভিভাবকদের প্রতি বিশেষ আপ্যায়নের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
