English

27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
- Advertisement -

আলবেনিয়ার এআই মন্ত্রী অন্তঃসত্ত্বা, জন্ম দেবে ৮৩টি সন্তান!

- Advertisements -

আলোড়ন তুলেছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার অভিনব ঘোষণা। দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভার্চুয়াল মন্ত্রী দিয়েলা নাকি এখন অন্তঃসত্ত্বা। সে জন্ম দেবে ৮৩টি সন্তান!

তবে এই সন্তান কোনো জীবন্ত মানুষ নয় বরং ৮৩টি নতুন এআই সহকারী। আলবেনিয়ার সংসদের প্রতিটি সমাজতান্ত্রিক দলের সদস্যের জন্য একজন করে ভার্চুয়াল অ্যাসিস্টান্ট কাজ করবে।

বার্লিনে অনুষ্ঠিত গ্লোবাল ডায়ালগ (বিজিডি) সম্মেলনে এডি রামা বলেন, আমরা দিয়েলাকে নিয়ে ঝুঁকি নিয়েছিলাম, আর তা সার্থক হয়েছে। আজ দিয়েলা অন্তঃসত্ত্বা। তার পেটে ৮৩ সন্তান। প্রতিটি সন্তান সংসদ সদস্যদের সহকারী হিসেবে কাজ করবে। তারা আলোচনার রেকর্ড রাখবে, আর জানাবে সংসদ সদস্যরা কী মিস করেছেন।

রামা আরও ব্যাখ্যা করেন, যদি আপনি কফি খেতে গিয়ে সংসদে ফিরতে ভুলে যান, এই ভার্চুয়াল সন্তান আপনাকে জানাবে তখন কী আলোচনা হয়েছে; কে কী বলেছেন, কাকে পাল্টা জবাব দেওয়া উচিত। পরের বার যদি আমাকে আমন্ত্রণ করেন, আমি সঙ্গে আনব দিয়েলার ৮৩ সন্তানকেও!

দিয়েলা কে?

দিয়েলা শব্দের অর্থ সূর্য। চলতি বছরেড সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী হিসেবে নিয়োগ পায় এই এআই। এটি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত সরকারি মন্ত্রী।

দিয়েলার মূল দায়িত্ব হলো আলবেনিয়ার সরকারি ক্রয় ও দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা। প্রধানমন্ত্রী রামার মতে, প্রতিটি সরকারি তহবিলের ব্যয় এখন থেকে ১০০ শতাংশ স্বচ্ছ হবে।

দিয়েলা প্রথমে চালু হয় ২০২৫ সালের জানুয়ারিতে ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নথি সংগ্রহে সহায়তা করার জন্য। এখন তাকে ভার্চুয়াল আকারে মন্ত্রিসভার সদস্য হিসেবে দেখা হয়। ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে, একজন নারী অবয়বে হাজির হয় দিয়েলা।

রামা জানিয়েছেন, ২০২৬ সালের শেষ নাগাদ পুরো সিস্টেমটি কার্যকর হবে এবং প্রতি সংসদ সদস্যের জন্য নিজস্ব দিয়েলার সন্তান প্রস্তুত থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8zbh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন