গাজীপুরের কালিয়াকৈরের উলুসাড়া এলাকায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানান, শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে কারখানার ভেতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক মটর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।
পরে মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কারখানার বিভিন্ন প্রকার মূল্যবান মেশিন, কেমিকেল ও জুতা তৈরির সরঞ্জাম। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/91c4
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন