English

19 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
- Advertisement -

ক্রিকেট দল না গেলেও ভারত সফরের অনুমতি পেল শুটিং দল

- Advertisements -

নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল হলেও দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি পেয়েছে জাতীয় শুটিং দল।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলকে ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) দিয়েছে। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর আগে, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল করেছিল। তবে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, কারণ প্রতিযোগিতাটি ইনডোর ও সুরক্ষিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সব দিক বিবেচনা করেই অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ দল মাত্র একজন অ্যাথলেট ও একজন কোচ নিয়ে যাচ্ছে, যা খুবই ছোট একটি দল। আয়োজকরাও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। প্রতিযোগিতা ইনডোর ও সুরক্ষিত স্থানে হওয়ায় আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না।

চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশ নেবেন দেশের শীর্ষ শুটার রাবিউল ইসলাম। তিনি ৫ ফেব্রুয়ারি ইভেন্টে প্রতিযোগিতা করবেন। রাবিউলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের কোচ শারমিন আক্তার।

বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় রাবিউল ইসলাম বিশেষ পাসপোর্ট সুবিধায় ভিসা ছাড়াই সর্বোচ্চ সাতদিন ভারতে অবস্থান করতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভারতীয় ভিসা সংগ্রহ করতে হবে। নির্ধারিত সূচি অনুযায়ী ৩১ জানুয়ারি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/93um
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন