English

31.1 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

কানাডায় ব্যস্ত সময় পার করছেন ববিতা

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘদিন অভিনয়ে নেই প্রখ্যাত অভিনেত্রী ববিতা। তবে অভিনয়কে বিদায়ও জানাননি। বলেছেন, মনের মতো গল্প, যেটি তাকে নিয়ে আবর্তিত হবে, এ রকম কিছু হলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে তিনি রাজি। এ রকম কোনো গল্প পাচ্ছেন না বলেই অভিনয়ে নেই তিনি। তবে অপেক্ষায় আছেন, হয়তো মনের মতো গল্প মিলে যাবে একদিন।

এদিকে অভিনয়ে না থাকলেও রাজধানীর নিজ বাসা বসেই সিনেমা নিয়ে নিয়মিত খোঁজখবর রাখেন এ অভিনেত্রী। এদিকে সম্প্রতি তার একমাত্র ছেলে কানাডা থেকে দেশে এসেছিলেন। যাওয়ার সময় মাকে নিয়েই উড়াল দেন। বর্তমানে কানাডায় অবস্থান করছেন ববিতা। জানিয়েছেন, সেখানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনেত্রী বলেন, ‘কয়েক দিন হলো কানাডায় এসেছি।

এখনো ঠিকঠাক মতো ঘুমটা হচ্ছে না। তবে ঠিক হয়ে যাবে শিগ্গির। এখানে এসে যে আমি একদম অবসর সময় কাটাই এমনটা নয়। এখানে এসেও আমি ব্যস্ত থাকি। কারণ আমার কাছে মনে হয় ব্যস্ততাই সুস্থতা। আর সুস্থতাই হচ্ছে আল্লাহর অশেষ নেয়ামত।

অনিক ঢাকা গিয়েছিল বেড়াতে, এরপর মা ও ছেলে একসঙ্গে টরেন্টোতে চলে এলাম। এখানে অনিকের নিজের বাড়ি আছে, ছেলের বাড়িতে মা থাকে, তাতে তার মনে যে কী আনন্দ আর ভালো লাগা, এটা আসলেই ভাষায় প্রকাশের নয়। অনিকের বাড়িতেও আমাকে ব্যস্ত সময়ই কাটাতে হয়।

তার জন্য তারই পছন্দের মজার মজার খাবার রান্না করি, একসঙ্গে মা ও ছেলে মাঝে মাঝে বিভিন্ন দেশের মুভি দেখি, গল্প করি। বেশ সুন্দর সময় কাটে আমাদের।’ তিনি আরও জানান, কানাডা থেকে আমেরিকায় ভাইদের কাছেও যাবেন তিনি। সেখানে মেডিক্যাল চেকআপ শেষে আবারও কানাডায় ফিরে আসবেন। আগামী নভেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/94ek
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন