English

27.3 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

সাবেক মন্ত্রী উবায়দুলসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

- Advertisements -

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুনসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক চিফ ইঞ্জিনিয়ার আরিফ মোস্তফা, তার স্ত্রী তাহেরা মোস্তফা, মেয়ে সুবর্ণা মোস্তফা ও ছেলে তাইফ মোস্তফা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

এদিন দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ ও উপপরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন এই দুটি আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

একটি আবেদনে বলা হয়, উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

অনুসন্ধানকালে জানা যায়, উবায়দুল মোকতাদির চৌধুরী বর্তমানে ভিন্ন মামলায় জেলহাজতে অন্তরীণ রয়েছেন।

তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এ ছাড়া তার স্ত্রী ফাহিমা খাতুন যেকোনো সময় দেশের বাইরে চলে যেতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের বিদেশ গমন রহিতকরণে আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।
আরেক আবেদনে বলা হয়, আরিফ মোস্তফা পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকাকালে কম দামের মেশিন বেশি দামে ক্রয় ও প্রি-ইন্সপেকশনের নামে বিদেশ ভ্রমণ করে অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ, বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অর্থ দিয়ে তার স্ত্রী মোসাম্মৎ তাহেরা মোস্তফার নামে খুলনার বিভিন্ন মৌজায় শত শত বিঘা জমি ক্রয় করেন। খুলনা শহরে একাধিক বাড়ি নির্মাণ, বিভিন্ন কম্পানিতে শত শত কোটি টাকা বিনিয়োগ করে শেয়ার ক্রয়, কম্পানির মাধ্যমে নিজ অফিসসহ বিভিন্ন দপ্তরের টেন্ডারে অংশগ্রহণ করে অনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।
আরিফ মোস্তফা খুলনা শহরে ছয়তলা বিশিষ্ট বাড়ি, গুলশান-২ ও ধানমণ্ডিতে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ক্রয়, তার নিজ এলাকায় ৫০ বিঘা জমি ক্রয়, স্ত্রীর নামে খুলনায় ১০০ বিঘা জমি ক্রয়, স্ত্রী ও ভাই-বোনদের নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র ও এফডিআর ক্রয় এবং বিপুল পরিমাণ স্বর্ণ ক্রয়সহ তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। আরিফ মোস্তাফা অবৈধভাবে অর্জিত এসব সম্পত্তি হস্তান্তর করে সপরিবাবে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে গোপন সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা বাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ জন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9aew
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন