বিশ্বকাপ জয়ী ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সুরকার পলাশ মুছলের বিয়ে স্থগিত হয়ে গেছে। পলাশের বিরুদ্ধে স্মৃতিকে প্রতারণা করার অভিযোগ এসেছে। যদিও বিয়ে স্থগিতের জন্য স্মৃতির বাবার অসুস্থতার কথা বলা হয়েছে সংবাদ মাধ্যমে।
গত ২৩ নভেম্বর স্মৃতির বিয়ে হওয়ার কথা ছিল। তার আগে সকালে নাস্তা করার সময় অসুস্থ হয়ে পড়েন তার বাবা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির হবু বর পলাশ মুছলও।
এই ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত থাকার কথা স্মৃতি মান্ধানার। বন্ধু ও সতীর্থ স্মৃতির পাশে থাকতে ইংল্যান্ড বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন না বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচজয়ী দুর্দান্ত এক সেঞ্চুরি করা জেমিমাহ।
বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুলের শ্বশুর সুনীল শেঠি সংবাদপত্রের কার্টিং শেয়ার করে জেমিমাহর প্রশংসা করেছেন।
জেমিমাহ সতীর্থের পাশে থাকতে বিগ ব্যাশে যাচ্ছেন না খবরের ক্যাপশনে সুনীল লিখেছেন, ‘সকালে এই খবর আচমকা আমাকে আটকে ধরল, আমার হৃদয় অনুভূতিতে পূর্ণ হয়ে উঠল। সতীর্থ স্মৃতির পাশে থাকতে বিগ ব্যাশ ছাড়ছেন জেমিমাহ। বড় কোন বিবৃতি নয়, শুধু নিরব সংহতি। সত্যিকারের সতীর্থরা এটাই করে। খুব সরল, খুব সোজা। কিন্তু খাঁটি।’
