গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ ৩৭ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিরোধী দলীয় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার জ্যেষ্ঠ পুত্র জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে রাজধানী ঢাকার ভাটরা থানা এলাকায় সঞ্চয়কে দেখতে পেয়ে আটক করে ভাটরা থানায় সোর্পদ করে ছাত্র-জনতা।
একটি স্বনির্ভর যোগ্য সূত্রে জানা যায়, হুসাইন শরীফ সঞ্চয় তার প্রাইভেটকার নিয়ে রাজধানীর বসুন্ধরা এলাকায় যাচ্ছিলেন। এসময় তার প্রাইভেটকার দুর্ঘটনা কবলিত হয়। এক সময় জটলা বাঁধলে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয় নিশ্চিত করে জানতে পারেন, হুসাইন শরীফ সঞ্চয় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিরোধী দলীয় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার জ্যেষ্ঠ পুত্র ও বগুড়া জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক এবং শিবগঞ্জ উপজেলার মহাস্থানের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, রাজধানীর ভাটরা থানায় আটক হওয়ার বৃহস্পতিবার (১৪ আগস্ট) শিবগঞ্জ থানার মামলার প্রেক্ষিতে ভাটরা থানা পুলিশ তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেপ্তারকৃত হুসাইন শরীফ সঞ্চয়কে বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে হাজতি পরোয়ানা মূলে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।