তিনটি মহাদেশের উপর দিয়ে বিস্তৃত হতে যাচ্ছে এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ২০২৭ সালের ২ আগস্টের এই মহাজাগতিক ঘটনাটি হবে এক শতাব্দীর মধ্যে পৃথিবী থেকে দৃশ্যমান দীর্ঘতম পূর্ণগ্রাস গ্রহণগুলোর একটি।
গালফ নিউজ–এর খবরে বলা হয়েছে, এই পূর্ণ সূর্যগ্রহণটি চলবে ছয় মিনিট ২৩ সেকেন্ড ধরে, যা ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে সংঘটিত গ্রহণগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের। সাধারণত পূর্ণগ্রাস গ্রহণ তিন মিনিটেরও কম সময় স্থায়ী হয়।
গ্রহণটি শুরু হবে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে এবং ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হবে। স্পেস ডট কম–এর তথ্য অনুযায়ী, প্রায় ২৫৮ কিলোমিটার প্রশস্ত এই গ্রহণ দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়া হয়ে ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে গিয়ে শেষ হবে।
মিশরের লুক্সর শহরসহ কয়েকটি অঞ্চলে ছয় মিনিটেরও বেশি সময় ধরে নেমে আসবে সম্পূর্ণ অন্ধকার।লিবিয়া ও আটলান্টিকের উপকূলীয় এলাকা, যেখানে সাধারণত আগস্ট মাসে আকাশ পরিষ্কার ও শুষ্ক থাকে, সেসব স্থান থেকে এই গ্রহণটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহণের সময় পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরের বিন্দু অ্যাপেলিয়নের কাছাকাছি থাকবে, যার ফলে সূর্য কিছুটা ছোট দেখাবে। অন্যদিকে চাঁদ অবস্থান করবে পৃথিবীর সবচেয়ে কাছে থাকা বিন্দু পেরিজিতে, ফলে আকাশে চাঁদ অপেক্ষাকৃত বড় দেখা যাবে।