English

26.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

ইরানে ৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৪, আহত ১২০

- Advertisements -

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের কাশমারে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে পাঁচ মাত্রার ভূমিকম্পে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া কাশমারের গভর্নর হোজ্জাতুল্লাহ শরীয়তমাদারি বলেছেন, ভূমিকম্পে শহরে ১২০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল রাজাভি খোরাসান প্রদেশের মোঘান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। স্থানীয় গণমাধ্যম এ ভূমিকম্পকে পাঁচ মাত্রার চিহ্নিত করে ছয় কিলোমিটার গভীরে ঘটেছিল বলে জানিয়েছে।

ইরান উল্লেখযোগ্য ফল্ট লাইনে অবস্থিত। সেখানে ঘন ঘন ভূমিকম্প হয়। নভেম্বরে ইরাকি সীমান্তের কাছে একটি শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ৫৩০ জনের বেশি নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়।

ইরানে প্রতি বছর গড়ে ১০ হাজার ভূমিকম্প হয়।

জাতিসংঘের মতে, দেশটি এখনো ২০০৩ সালের ট্র্যাজেডিতে ভুগছে। সেই সময় ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প ঐতিহাসিক শহর বামকে ধ্বংস করেছিল। প্রাণ হারিয়েছিল হাজার হাজার মানুষ।

এ ছাড়া গত বছর পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় শহরে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে তিনজন মারা গিয়েছিল এবং ৮০০ জনেরও বেশি আহত হয়েছিল।

জানুয়ারিতে ভূমিকম্পের সময় মেহর বার্তা সংস্থা বলেছিল, ৭০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a9is
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন