চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৫৫ বছর বয়সী এক পুরুষকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/aa3i